নির্বাহী প্রকৌশলী দপ্তর,এলজিইডি চট্টগ্রাম জেলার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পর্যায়ে মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরী পরিচালনার জন্য এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হাসান আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তোফাজ্জল আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম অঞ্চল। উক্ত কর্মশালার প্রশিক্ষণার্থী হিসেবে চট্টগ্রাম জেলার উপজেলা সহকারী প্রকৌশলীগণ, উপ-সহকারী প্রকৌশলীগণ ও কার্যসহকারীরা উপস্থিত ছিলেন। এছাড়া অত্র দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীগণ এবং অন্যান্য কর্মকর্তা করমচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ২ দিন ব্যাপী চলমান প্রশিক্ষণ কর্মশালাটি প্রথমে সকলের পরিচয়পর্ব দিয়ে শুরু হয়। সম্মানীত নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হাসান আলী স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম অঞ্চল জনাব তোফাজ্জল আহমদ প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। প্রশিক্ষণের প্রথম ধাপে মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরী পরিচালনার জন্য ব্যবহারিক জ্ঞান সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয় এবং পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের ল্যাব ইনচার্জ বিভিন্ন ল্যাবরেটরী টেস্ট প্রক্রিয়া এবং টেস্ট রিপোর্ট তৈরির ধাপগুলো প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস