তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এলজিইডি চট্টগ্রাম কর্তৃক সপ্তাহব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট (১১ই জানুয়ারি,২০২৫ হতে ১৭ই জানুয়ারি, ২০২৫) এর আয়োজন করা হয়। একক ও দ্বৈত পর্যায়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলা ও উপজেলা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে। তুমুল প্রতিযোগিতার মাধ্যমে একক পর্যায়ে চ্যাম্পিয়ন হন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জনাব মোঃ তানভীর হোসেন এবং দ্বৈত পর্যায়ে চ্যাম্পিয়ন হন উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সাতকানিয়ার সার্ভেয়ার জনাব মোঃ আবুল কালাম ও এলসিএস সুপারভাইজার জনাব রাজীব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এলজিইডি, চট্টগ্রাম বিভাগ জনাব কাজী গোলাম মোস্তফা স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম অঞ্চল জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এলজিইডি, খুলনা অঞ্চল জনাব আবু তালেব চৌধুরী স্যার এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি চট্টগ্রাম জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ হাসান আলী স্যার। আরো উপস্থিত ছিলেন এলজিইডি, চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী স্যারগণ, চট্টগ্রাম জেলার উপজেলা প্রকৌশলীগণ এবং এলজিইডি চট্টগ্রাম জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীগণ। আয়োজক কমিটির পক্ষ হতে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রাণবন্ত এ টুর্নামেন্ট আয়োজনের জন্য সভাপতি ও তাঁর টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস